মারাঠি ছবিতে সুর অনুপম রায়ের | FILMY NETWORK
গীতিকার এবং সুরকার অনুপম রায় টলিউড, বলিউডের পর প্রবেশ করলো মারাঠি ইন্ডাস্ট্রিতে। মারাঠি ছবির জন্য গান বাঁধছেন তিনি।
প্রথমবার কলকাতার বুকে পুরোপুরী এক মারাঠি ছবির শুটিং হচ্ছে। তবে এই মারাঠি ছবির পরিচালক কিন্তু এক বাঙালি। শুভ বসু নাগ পরিচালিত এই ছবির নাম হল ‘অবাঞ্ছিত’। আর ছবিতেই সুর দিচ্ছেন অনুপম রায়।
এ ব্যাপারে উচ্ছ্বসিত অনুপম রায় বলেছেন, “এই প্রথমবার মারাঠি ছবির জন্য গান বাঁধছি। বেশ কয়েকটা গান থাকছে। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। রোম্যান্টিক গান তো থাকছেই, তবে এবার একটা আইটেম নাম্বারও করছি। স্বানন্দ কারকারের সঙ্গে একটা গান রেকর্ড করলাম সম্প্রতি। যেই গানের লিরিকস সাজিয়েছেন ওমকার কুলকার্নি।”
‘অবাঞ্ছিত’ ছবির শুটিং কলকাতায় শুরু হয়েগেছে ।
No comments