Breaking News

মুক্তি পেলো রাজ-শুভশ্রীর 'পরিণীতা' ছবির প্রথম গান “তোমাকে "


বিয়ের পর পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছবির নাম 'পরিণীতা'।
ছবিতে প্রেমের গল্পেরই জাল বুনেছেন পরিচালক। সেখানে শুভশ্রীকে দেখা যাবে একদমই অন্যরকম লুকে, অন্যরকম চরিত্রে। শুভশ্রী এক স্কুল পড়ুয়ার ভূমিকায় অভিনয় করছেন ছবিতে এবং সেখানে তিনি  নিজের গৃহশিক্ষকের প্রেমে পড়েন। সম্পর্কে পাড়াতুতো দাদা। এই চরিত্রটিতে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এই ছবির মাধ্যমেই টলিউড পাচ্ছে ঋত্বিক-শুভশ্রীর নতুন জুটিকে।

Raj Chakraborty and Subhashree Ganguly

সম্প্রতি মুক্তি পেয়েছে 'পরিণীতা' ছবির প্রথম গান গানের নাম ''তোমাকে''। গানটি কম্পোজ করেছেন অর্কপ্রভ মুখোপাধ্যায়। উত্তর কলকাতার গলি ক্রিকেট থেকে পাড়াতুতো প্রেম - সব ছবি উঠে এসেছে এই গানটিতে। খুবই কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়া এই 'তোমাকে' গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল


এখনই দেখে নিন 'পরিণীতা' ছবির ''তোমাকে'' গানটিঃ


No comments