শুভশ্রীর 'পরিণীতা' ছবির ফার্স্ট লুক | Filmy Network
পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে বড় পর্দায় কামব্যাক করছেন রাজ ঘরনী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছবির নাম 'পরিণীতা'। একথা সকলেরই জানা। আর আজ ঘোষণা মতোই প্রকাশ্যে এলো 'পরিণীতা' ছবির ফার্স্ট লুক পোস্টার।
First Look Poster of "PARINEETA" |
পুরোপুরি একটি প্রেমের গল্প নিয়ে রাজের এই 'পরিণীতা'। গল্প লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার এবং অর্ণব ভৌমিক। পদ্মনাভ দাশগুপ্ত লিখেছেন এই ছবির সংলাপ। এটির সঙ্গে শরৎচন্দ্রের 'পরিনীতা' উপন্যাসের মিল নেই। ছবির মুখ্য ভূমিকায় শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে থাকছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও এই ছবিতে থাকছেন আদৃত রায়, গৌরব চক্রবর্তী, অদ্রিজা রায়, ফালাক রাশিদ রায়।
সদ্য প্রকাশিত পোস্টারে ঋত্বিক ও শুভশ্রী কে দেখা যাচ্ছে। মুক্তির সাথে সাথেই পোস্টারটি ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই প্রশংসা করছে পোস্টারটির।
রাজ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত 'পরিণীতা' এবছর আগস্ট মাসে মুক্তি পাবে।
No comments