দুই বোনের ভূমিকায় একসঙ্গে সোহিনী ও মধুমিতা | Filmy Network
জি ফাইভ নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ। নাম 'জাজমেন্ট ডে'। বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই সিরিজটি। পরিচালক অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী সোহিনী সরকার ও মধুমিতা চক্রবর্তী।
দিয়া ও হিয়া দুই বোন। বড় বোন দিয়া একজন আইনজীবী। ছোট বোন হিয়া গায়িকা। কর্মসূত্রে কলকাতায় থাকে দিয়া। হিয়া কলকাতায় তাঁর দিদির কাছে ঘুরতে আসে এবং তাঁর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এইভাবেই এগোয় সিরিজটি। 'জাজমেন্ট ডে' -তে সোহিনী সরকার থাকছেন দিয়ার ভূমিকায় এবং মধুমিতা চক্রবর্তী থাকছেন হিয়ার চরিত্রে। এছাড়াও রনজয়, মৈনাক ব্যানার্জি, কৌশিক সেন, সুব্রত দত্ত, শ্রাবন্তী, অর্পণ ঘোষাল সহ অনেকে অভিনয় করছেন এই ওয়েব সিরিজটিতে।
'ক্যামেলিয়া প্রোডাকশন' প্রযোজিত 'জাজমেন্ট ডে'র শুটিং হবে উত্তরবঙ্গ ও কলকাতা জুড়ে। ইতিমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়ে গেছে।
No comments