যিশু -পরমব্রত সহ 'মহানায়ক' সম্মান পেলেন টলিউডের পাঁচ তারকা | Filmy Network
আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। আর তাই নজরুল মঞ্চে উত্তম কুমারের মৃত্যুদিবস উপলক্ষে বসে ছিল চাঁদের হাট। এই দিনটিকে স্মরণ করে রাজ্য সরকারের তরফে কুর্ণিশ জানানো হয় বাংলা চলচ্চিত্র শিল্পীদের। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, অলকানন্দা রায় ও গৌতম ঘোষের মতো শিল্পীবৃন্দ।
রাজ্য সরকার এবার টলিউডের পাঁচ জনকে 'মহানায়ক' সম্মানে সম্মানিত করেন । তাঁরা হলেন শতাব্দী রায়, দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়। এদের মধ্যে যিশু সেনগুপ্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম থাকা সত্ত্বেও এদের নজরুল মঞ্চে দেখা যায়নি।
- এবার ‘মহানায়ক সম্মান- ২০১৯’এ সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া দেওয়া হল তনুজাকে।
- সেরা অভিনেতার সম্মান দেওয়া হল ঋত্বিক চক্রবর্তীকে।
- সেরা পরিচালকের সম্মান দেওয়া হল কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
- সেরা ছবির সম্মান দেওয়া হয়েছে ‘এক যে ছিলো রাজা’-কে।
- সেরা প্রযোজনা সংস্থার সম্মান দেওয়া হয়েছে এসভিএফ ও অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট-কে।
- সেরা চিত্রনাট্যকারের সম্মান পেয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
- সেরা উদীয়মান পরিচালকের সম্মান পেয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
- সেরা শিশু শিল্পীর সম্মান দেওয়া হয়েছে যশজিৎ বন্দ্যোপাধ্যায়কে।
- সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেয়েছেন প্রসেন।
- সেরা চিত্রগ্রাহক হলেন শুভঙ্কর ভড়।
- সেরা কস্টিউম ডিজাইনারের সম্মান পেয়েছেন গোবিন্দ মণ্ডল এবং
- সেরা রূপসজ্জার সম্মান পেলেন রামচরণ রাজ্জাক।
No comments