শেষ হলো ডাবিং, সৃজিতের 'গুমনামি' আসছে এবছর পূজোয় | Filmy Network
প্রায় পাঁচ দশক আগে অযোধ্যায় এক ‘বাবা’কে নিয়ে হইচই পড়ে যায়। তাঁর নাম গুমনামি বাবা। এক মুখ সাদা দাড়ি-গোঁফ সাথে চোখে নেতাজির মতোই কালো ফ্রেমের গোল চশমা। তাঁকে যারা যারা দেখেছিল, প্রায় প্রত্যেকেরই মনে হয়েছিল যে, এই গুমনামি বাবাই আসলে নেতাজি। তিনি ছদ্মবেশে রয়েছেন। তবে, অনেক তদন্তের পরেও, তিনিই যে আসল ‘নেতাজি’, তা কেউই বলতে পারেননি।
এই গুমনামি বাবাকে রূপোলি পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি । ছবির নাম দিয়েছেন ‘গুমনামি’। ছবির শুটিং আগেই শেষ হয়েছিল, শুরু হয়ে গেছে প্রচার। আজ শেষ হলো এই ছবির ডাবিং।
‘গুমনামি’ ছবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন মুখ্য ভূমিকায়। এছাড়াও অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্ । চলতি বছর শুরুতে 'গুমনামি' সিনেমাটি মুক্তি পাবে।
No comments