Breaking News

অভিনেত্রী রিমঝিম মিত্র সহ একঝাঁক টলি তারকা বিজেপিতে | Filmy Network


টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রীকে দলে টানল গেরুয়া শিবির। বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রিমঝিম মিত্র সহ একঝাঁক টলি তারকা। রিমঝিম ছাড়াও বিজেপিতে যোগ দেন অভিনেতা সুরজিৎ চৌধুরী এবং মডেল পামেলা গোস্বামী। 

Actress Rimjhim Maitra

বাংলা টলিপাড়ার ১২ জন অভিনেতা-অভিনেত্রী এর আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।যাঁদের মধ্যে রয়েছেন পার্নো মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র ও রূপাঞ্জনা মিত্র প্রমুখ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, 'আগে টলিউডে ভয় দেখানোর রাজনীতি চলেছে। এখন মানুষ সাহস পেয়েছেন। তাই বহু তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও তারকারা বিজেপিতে যোগ দিতে চলেছেন।' 

No comments