'জানবাজ' ছবিতে বনি-কৌশানী... প্রকাশ্যে ট্রেলার
এই প্রথমবার অভিনেতা বনি কাজ করলেন বাবা অনুপ সেনগুপ্ত-এর পরিচালনায়। ছবির নাম 'জানবাজ'। সদ্য মুক্তি পেল সেই ছবির ট্রেলার। এই ছবিতে বনির সঙ্গে অভিনয় করেছেন তার রিয়েল লাইফ গার্লফ্রেন্ড কৌশানী।
বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জী টলিউডের অন্যতম হিট জুটি। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন -- সর্বত্রই তাদের জমাটি রসায়ন চোখে পড়ার মতো। সেই রসায়ন আবারও দেখা যাবে এই ছবিতে।
ছবির গল্প লেখা হয়েছে বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। অ্যাকশন নির্ভর এই ছবিতে রয়েছে কয়লা মাফিয়াদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনা।
ইকো এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবিতে বনি, কৌশানী ছাড়া অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী ।
এখনি দেখুন 'জানবাজ' ছবির ট্রেলার:
No comments