Breaking News

ব্যক্তিগত বন্ডে জামিন গায়ক-অভিনেতা শিলাজিতের ছেলের | Filmy Network


পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন গায়ক অভিনেতা শিলাজিৎ মজুমদার-এর ছেলে ধী ও তাঁর দুই বন্ধু। তবে সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের প্রত্যেককে। 

শিলাজিৎ-এর ছেলে ধী মজুমদার ও তার দুই বন্ধুকে রিজেন্ট পার্ক থানার পুলিশ শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেন। কারণ তাঁরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, দেশপ্রাণ শাসমল রোডে তারা রুটিন তাল্লাশি করছিলেন। তল্লাশি চালানোর সময় ধী ও তাঁর দুই বন্ধুকে মত্ত অবস্থায় দেখেন। গাড়ির পিছনের থেকে কিছুটা গাঁজাও উদ্ধার হয়। 

রিজেন্ট পার্ক থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায়। আজ তাদের আলিপুর জজ কোর্টে তোলা হয়। সেখানেই তাঁরা ব্যক্তিগত বন্ডে জামিন পান।

No comments