Breaking News

বাংলা সিনেজগতের প্রবাদপ্রতিম প্রযোজক অশোক সুরানা প্রয়াত | Filmy Network



প্রয়াত বাংলা টেলিজগতের প্রবাদপ্রতীম প্রযোজক এবং 'আকাশ ৮' চ্যানেলের প্রানপুরুষ অশোক সুরানা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা টেলিভিশন  এবং সিনেজগতে।।

অশোক বাবু রবিবার বেলা ১২টা নাগাদ মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শ্বাসকষ্ট জনিত কারনের ফলে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।




বহু ধারাবাহিক এবং ছবি প্রযোজনা করেছেন এই প্রবাদপ্রতীম প্রযোজক। নয়ের দশকের সেই জনপ্রিয় সিরিয়াল ‘জননী’র সম্প্রচার শুরু হয় তাঁর হাত ধরেই।২০০১ সালে তৈরি করেন প্রযোজনা সংস্থা ‘চ্যানেল এইট’। এর পর আকাশ বাংলা চ্যানেলটি যখন 'আকাশ ৮'–এ রূপান্তরিত হয়, তখন থেকেই চ্যানেলের স্বত্বাধিকারী হিসেবে সমস্ত দায়িত্ব নেন তিনি।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন একাধিক টলি তারকা।


No comments