Breaking News

বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন সংসদ অভিনেত্রী নুসরত | Filmy Network


বিয়ে হলো সাংসদ অভিনেত্রী নুসরতের। গত কয়েক সপ্তাহ জুড়ে টলিউড সেন্সেশন নুসরত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈন বিয়ে নিয়ে চলছে তুমুল হইচই।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ তারিখে তুরস্কের বোদরুম শহরে ডেস্টিনেশন ওয়েডিং সারলেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী। বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন নুসরত জাহান ও নিখিল জৈন। চার হাত হল এক। নবনির্বাচিত সংসদ অভিনেত্রী নুসরাত হলেন নিখিল ঘরনী। নায়িকা নুসরাত-এর রয়েছে বিশাল ফ্যান ফলোয়িং। অভিনেত্রী অবশ্য তার ফ্যানেদের নিরাশ করেননি। বিবাহের পর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিবাহের প্রথম ছবি, যে ছবি দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন নুসরত ভক্তরা।
প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী ডিজাইন করা লাল লেহেঙ্গাতে সেজেছিলেন নুসরাত জাহান। অসামান্য সুন্দরী লাগছিল অভিনেত্রীকে। সব্যসাচীর বানানো সাদা রঙের শেরওয়ানিতে তৈরি হয়েছিল পাত্র নিখিলও।


View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps) on


সাবেকি মতেই বিয়ে সেরেছেন নিখিল ও নুসরত। অভিনেত্রীর ভক্তগন সহ টলিউডের অন্যান্য সকলে শুভেচ্ছা জানাচ্ছেন নুসরতকে।

No comments