বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন নুসরত | Filmy Network
সাংসদ অভিনেত্রী নুসরত জাহান আগামী সপ্তাহেই সাতপাকে বাঁধা পড়বেন। হবু বর নিখিল জৈনকে নিয়ে আজ শহর ছাড়ছেন। উড়ে যাবেন রোমান্টিক ডেস্টিনেশন, তুরস্কের বোদরুম শহরে। তার আগে ইনস্টাগ্রামে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন নুসরত। সময়টা নিঃসন্দেহে আবেগে ভাসার। সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, "মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব নিয়েছো। তোমার মতাদর্শকে কখোনোই অসম্মান করব না। তোমাকে ভালোবাসি বাবা। আমি চাই সব মেয়েরাই তোমার মত বাবা পান। হ্যাপি ফাদার্স ডে।"
মেয়ে 'পর' হবার দুঃখ বুকে চেপে রেখে অভিনেত্রীর বাবা হাজী মোহাম্মদ শাহাজাহান অবশ্য পোজ দিয়েছেন হাসিমুখেই। নুসরতের প্রিয় বন্ধু মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
No comments