ছোট পর্দার ধারাবাহিকে নায়িকা শ্রাবন্তী | Filmy Network
বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এবার তাকে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দার ধারাবাহিকে। এর আগে তাকে ছোট পর্দায় দেখা গেছে। তবে তা ছিল রিয়েলিটি শো এবং তিনি ছিলেন জাজ। এবার জনপ্রিয় ধারাবাহিক 'গ্যাংস্টার গঙ্গা'-তে অভিনয় করতে দেখা যাবে সুন্দরী মিষ্টি এই অভিনেত্রীকে।
ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, মূল চরিত্র গদাই ও গঙ্গার শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে খুব তাড়াতাড়ি। শ্রাবন্তী গদাই-এর বিশেষ পারিবারিক বন্ধু এবং বিশেষ অতিথি হিসাবে গদাই ও গঙ্গার বিয়ের আসরে তাঁদের শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন শ্রাবন্তী।
ক্যামিও চরিত্রে হলেও টেলিভিশনের ধারাবাহিকে এটাই শ্রাবন্তীর প্রথম কাজ হতে চলেছে। এরপর কি শ্রাবন্তীকে ছোটপর্দায় আরো ধারাবাহিকে কাজ করতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর শ্রাবন্তী তার মিষ্টি হাসি উপহার দিয়ে এড়িয়ে গেছেন।
Post Comment
No comments