Breaking News

অভিনেত্রী কনীনিকার ঘরে নতুন অতিথি | Filmy Network


প্রহর গোনার দিন শেষ হলো অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়-এর। স্ত্রী থেকে মাতৃ পর্বে উন্নীত হলেন। তিনি জন্ম দিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের। ঘরে এলো ছোট্ট নতুন অতিথি।

গত বছরই কনীনিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশে এসেছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর অপূর্ণ সাধ পূর্ণ হতে চলেছে। ছেলেই হোক বা মেয়ে, তিনি চান সুস্থ সন্তান। যে হবে তার নয়নমনি। সদ্যোজাতের আগমনে খুশির হাওয়া পরিবারে। খুশি কনীনিকার স্বামী সুরজিৎ হারি। 

এখনই শুটিং ফ্লোরে ফিরছেন না অভিনেত্রী। এখন শুধুই সন্তানকে সময় দিতে চান নতুন মা। টলিউডের অনেকেই ইতিমধ্যেই কনীনিকা ও সুরজিৎকে অভিনন্দন জানিয়েছেন।

No comments