প্রতিঘাতের জন্য ফের একসঙ্গে সোহম-প্রিয়াঙ্কা | Filmy Network
'আমার আপনজন' ছবির পর বড় পর্দায় আরো একবার নতুন ছবির জন্য জুটি বাঁধলেন সোহম-প্রিয়াঙ্কা। ছবির নাম 'প্রতিঘাত'। পরিচালক রাজীব বিশ্বাস। সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার ছাড়া এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী দর্শনা বণিক। প্রিয়াঙ্কা নিজে টুইটারে ছবির চিত্রনাট্য হাতে একটি ছবি পোস্ট করে জানান দিয়েছেন এই ছবির ব্যাপারে।
পুরোপুরি কমার্শিয়াল এই ছবির কাহিনী প্রেম, প্রতিহিংসা এবং রাজনীতিকে নিয়ে। মূলত প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রকে কেন্দ্র করে চলে এই কাহিনী। আপাতত কলকাতায় ৩রা জুন থেকে 'প্রতিঘাত' -এর শুটিং শুরু চলছে। এই মাসের শেষে উত্তরবঙ্গে ছবির আউটডোর শুটিং রয়েছে। প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে বলেছেন, "আমার খুব ভালো লাগছে। সোহমের সঙ্গে আবারও কাজ করতে চেয়েছিলাম। অবশেষে সেটা হল। শুটিং সদ্য শুরু হয়েছে। ফ্লোরে বেশ মজা করেই কাজ চলছে।"#NewBegining #NewJourney#Pratighat a film by @kumarrajib8 costarring @myslf_soham . 🎬 pic.twitter.com/VgKRx2L3n5— Priyanka Sarkar (@PriyankaSarkarB) June 8, 2019
'প্রতিঘাত' ছবির প্রযোজনা করছে ইকো এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।
No comments