অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী - FILMY NETWORK
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী বিয়ে করেছেন এই বাংলা নববর্ষের শুরুতেই। চুপচাপ, ঘরোয়াভাবে। এতটাই গোপনীয়তার সঙ্গে তা সম্পন্ন হয়েছিল টলিউডের এই নায়িকার কোন বিয়ের ছবিও প্রকাশ্যে আসেনি। অবশেষে অভিনেত্রী শ্রাবন্তী নিজেই প্রকাশ্যে আনলেন তার বিয়ের ছবি।
পেশায় বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশনের সঙ্গে প্রথম বন্ধুত্ব হয় শ্রাবন্তীর। তারপর তাঁদের সম্পর্কের গভীরতা বাড়লে তারা বিবাহের সিদ্ধান্ত নেন। গত ১৯শে এপ্রিল অমৃতসরে পাঞ্জাবি মতে রোশন সিংকে বিয়ে করেছেন নায়িকা। অমৃতসরের বিবাহের প্রসঙ্গে জ্যোতিষে বিশ্বাসী শ্রাবন্তী জানিয়েছেন, "আমার জ্যোতিষী, যেখানে জন্ম তার কাছাকাছি বিয়ের অনুষ্ঠান করতে বলেছিলেন। আমার অমৃতসরে জন্ম। তাই ওখানেই বিয়ে করলাম।" বিয়ে হয়েছে পুরোপুরি পাঞ্জাবি মতে। অভিনেত্রীর প্রকাশ করা ছবিতে রোশন সিং ওরফে মন্টিকে মাথায় পাগড়ি পরে, হাতে কৃপাণ নিয়ে পাঞ্জাবি সাজে দেখা যাচ্ছে। তাঁর বুকে মাথা রেখে পাশে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে লাল পোশাকে নববধূর সাজে।
শ্রাবন্তীর তৃতীয় বিয়ের ছবি প্রকাশের সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। আপাতত সাইবার দুনিয়ায় চলছে শুভেচ্ছার বন্যা।
No comments