টলিউডের 'ভিলেন' মিমির প্রচারে - Filmy Network
পশ্চিমবঙ্গের যাদবপুরের এবারের তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী। আর এই মিমি চক্রবর্তীর হয়েই প্রচার করতে হাজির হয়েছিলেন মিমির বন্ধু, টলিউডের ভিলেন, অঙ্কুশ। প্রসঙ্গত অঙ্কুশ-মিমি জুটির শেষ ছবির নাম ছিল 'ভিলেন'। অঙ্কুশ যাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন।
রাজ্যের শাসকদলের হয়ে বিভিন্ন প্রার্থীর জন্য প্রচার করছেন অঙ্কুশ। আর সহকর্মী তথা বন্ধু মিমি চক্রবর্তীর হয়ে প্রচার করবেন না, তাই কখনো হয়! সম্প্রতি ভাঙড়ে মিমির হয়ে বেশ কয়েকটি সভা করেন তিনি। বড় পর্দার এই জুটিকে সামনাসামনি দেখতে ভিড় হয় প্রচুর।
সভায় অঙ্কুশ বলেন, "মিমির থেকে সিনিয়ররা এবার ভোটে দাঁড়িয়েছেন। তারা আগেরবার কি কি কাজ করেছেন তার ফিরিস্তি তুলে ধরছেন। কিন্তু তাদের কাজ করার মানসিকতা থেকে মিমি অনেক এগিয়ে।" অঙ্কুশ যদিও কারো নাম উল্লেখ করেননি তবে রাজনৈতিক মহল মনে করছে এখানে 'সিনিয়র' বলতে তিনি মুনমুন সেন বা দেব,শতাব্দীকেই বুঝিয়েছেন। 'আপনারা মিমি কে অবশ্যই ভোট দেবেন', এই আবেদন জানান অঙ্কুশ। বন্ধু প্রার্থীর মুখে তখন অনেক হাসি।
No comments