'বনি-রূপসা' টলিউডের নতুন জুটি ! দেখুন তাঁদের এক্সক্লুসিভ ছবি - Filmy Network
বনি সেনগুপ্ত এবং রূপসা মুখোপাধ্যায় টলিউডের এই মুহুর্তের একদম নতুন জুটি। অভিনেতা বনি বেশ কিছু ছবি ইতিমধ্যেই করে ফেলেছেন। তবে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় প্রথমবার বড় পর্দায় পা রাখলেন 'কে তুমি নন্দিনী' ছবির মাধ্যমে। যাতে তাঁর বিপরীতে রয়েছেন বনি।
পরিচালক পথিকৃৎ বসুর এই ছবিতে এক টমবয়িশের ভূমিকায় অভিনয় করছেন রূপসা। যার নাম নন্দিনী। যে পাশের বাড়ির ছেলে আবিরের প্রেমে পড়ে এবং এই আবিরের চরিত্রে রয়েছেন করেছেন বনি।
বনি-কৌশানি , বনি-ঋত্বিকা জুটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। এবার নীচের ছবিগুলো দেখে আপনিই বলুন নতুন এই 'বনি-রূপসা' জুটিকে কেমন লাগছে?
01/06 |
02/06 |
No comments