Breaking News

ভোটে জিতে কি বললেন মিমি? জানুন | FILMY NETWORK


যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে থেকে ভোটে মিমি জয়লাভ করেছেন। 

জনতার রায়ে খুশি মিমি। জয়লাভের পর তিনি যাদবপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'আমি তোমাদের জন্য কাজ করার অঙ্গীকার করছি। আমি সর্বদা বলেছি, তোমরাই আমার গর্ব, আমার সম্মান, আমার সোজা হয়ে দাঁড়ানোর মেরুদন্ড এবং সর্বদা থাকবে।'
এছাড়াও তিনি একটি সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, আমি যেরকম সেরকম ভাবেই মানুষের কাছে পৌঁছতে চেয়েছি। তাই সালোয়ার পরে গেলেই যে আমি ভোট কম পাব এসব কথা বিশ্বাস করিনি। যাদবপুরে জলের সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধান করতে চান। বেশ কিছু রাস্তা সরু, গাড়ি ছোকার উপযুক্ত নয়। সেসব রাস্তা একটু চওড়া করতে চান তিনি। এছাড়াও শিশুদের স্বাস্থ্য, নিকাশি ও পরিচ্ছন্নতার দিকে নজর দিতে চান তিনি। চান সকলেই ভালো থাকুক, সুখে থাকুক। শান্তি থাকুক সর্বত্র। 

মিমির জয়লাভে খুশি যাদবপুরবাসী।

No comments