Breaking News

একুশে জুন থেকে শুরু 'বিবাহ অভিযান'... রইল পোস্টার



জাদার গল্প নিয়ে শীঘ্রই দর্শকদের সামনে আসছে 'বিবাহ অভিযান'। বৈবাহিক জীবনের টানাপোড়েন টানাপোড়েনের মজাদার কাহিনী সম্বলিত এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। ছবির তিন নায়িকা সোহিনী সরকার, নুসরাত ফারিয়া ও প্রিয়াঙ্কা সরকারকে যেখানে খোশমেজাজে দেখা যাচ্ছে; সেখানে ছবির  নায়ক রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা ও অনির্বাণ ভট্টাচার্য-কে দেখা যাচ্ছে বন্দুক নিয়ে ডাকাতের বেশে। 

Poster : Bibaho Obhijhaan

অভিনয়ের পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুদ্রনীল ঘোষ। শ্রীজাত ছবির গান লিখেছেন এবং সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত 'বিবাহ অভিযান' এবছর ২১ জুন মুক্তি পাবে।

No comments