প্রকাশ্যে 'সাগরদ্বীপে যকের ধন' ছবির থ্রিডি পোস্টার
মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন' ছবির প্রথম পোস্টার। ঠিকই ধরেছেন, এটি পরিচালক সায়ন্তন ঘোষাল 'যকের ধন' ছবির সিক্যুয়েল। ছবির মুক্তিপ্রাপ্ত পোস্টারটির একটি অভিনবত্ব রয়েছে। অভিনবত্ব এটাই যে, এটি একটি থ্রিডি পোস্টার।
Poster : Sagar Dwipey Jawker Dhan |
'হেমলক সোসাইটি'র পর ফের একবার জুটি বেঁধেছেন কোয়েল-পরমব্রত। সৌজন্যে 'সাগরদ্বীপে যকের ধন' ছবি। কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে গৌরব চক্রবর্তী, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরো অনেকে থাকছেন। থাইল্যান্ডের যে সমস্ত জায়গায় বিশেষ পর্যটকদের ভিড় হয় না, সেখানে এই ছবির শুটিং হয়েছে। বেশ কিছু দুর্গম এলাকাও তার মধ্যে ছিল বলে জানা গেছে। 'জলের নিচে শুটিং হয়েছে', জানিয়েছেন ছবির পরিচালক।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত পরিচালক সায়ন্তন ঘোষাল-এর 'সাগরদ্বীপে যকের ধন' এবছর শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
No comments