ঋতুপর্ণা সেনগুপ্তের 'অতিথি'র পোস্টার - FILMY NETWORK
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক সুজিত কুমার পালের 'অতিথি' ছবির পোস্টার। আর্টেজ ফ্লিমস্ প্রযোজিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং 'খোকাবাবু' ধারাবাহিক খ্যাত অভিনেতা প্রতীক সেন।
![]() |
Poster : Atithi |
ছবিতে ঋতুপর্ণার চরিত্রের নাম স্নিগ্ধা। চিকিৎসক প্রাণকৃষ্ণ বাবুর মেয়ে। যিনি মানসিক রোগীদের জন্য একটি আশ্রম চালান। যার দেখভাল করেন স্নিগ্ধা। এই আশ্রমে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে এক বিলেত ফেরত ডাক্তার। এই ডাক্তারের চরিত্রটি করছেন প্রতীক।
![]() |
Rituparna Sengupta and Pratik Sen |
এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সায়নী ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, মনোজ মিত্র, তুলিকা বসু, বিশ্বনাথ বসু এবং মালায়ালাম অভিনেতা নিশান নাইয়ার। ছবির কাহিনী লিখেছেন জয়দেব মুখার্জী এবং চিত্রনাট্য লিখেছেন সাত্যাকী তরফদার। রূপসা মুখার্জী ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। গান গেয়েছেন কুমার শানু, সান এবং রূপসা মুখার্জী নিজে। চিত্রগ্রহণ করেছেন সুব্রত মল্লিক।
জয়দেব মুখার্জী এবং অরিজিৎ দত্ত নিবেদিত 'অতিথি' ছবি এই মাসের ১৭ তারিখ মুক্তি পেতে চলেছে।
No comments