রাজনীতি ভুলে, একসঙ্গে বিপর্যয় মোকাবিলার বার্তা দেবের - Filmy Network
ওড়িশায় রীতিমতো তান্ডব চালিয়ে বাংলা দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী। গোটা রাজ্য জুড়ে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। সকলের মধ্যে রয়েছে আতঙ্ক। সতর্ক রয়েছে প্রশাসন এবং সকলের কাছে আবেদন করছে সাবধানে থাকার।
আর এর মাঝে ভোট-রাজনীতি সব ভুলে এই বিপর্যয়কে সকলে মিলে একসাথে মোকাবিলার বার্তা দিলেন লোকসভা ভোটে এবারের ঘাটালের টিএমসি প্রার্থী তথা অভিনেতা দেব। তিনি বলেছেন "ভোট, নির্বাচন, রাজনীতি এসব পরে হবে। আপাতত সুরক্ষিত জায়গায় থাকুন। বিপর্যয় কে মোকাবিলা করতে হবে সকলে মিলে একসাথে। বিদ্যুৎ এর তার, উঁচু দেওয়াল এসবের কাছে থাকবেন না। বাচ্চাদের সামলে রাখুন। প্রবল ঝড় থেকে বাঁচার জন্য স্কুলবাড়িতে আশ্রয় নিন। ভালো থাকুন। বিপন্ন মানুষ কে সাহায্য করুন।" এই প্রাকৃতিক বিপর্যয় তিনি এবং প্রশাসন জনগণের সাথে রয়েছেন এ কথা জানাতেও তিনি ভোলেননি। এছাড়াও তিনি জানিয়েছেন বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে যার নম্বর গুলি হলঃ
📞 7001577383 / 03222222300 / 9434012735 / 03222275428
বিপর্যয় কে মোকাবিলা করতে হবে সকলে মিলে একসাথে। বিদ্যুৎ এর তার, উঁচু দেওয়াল এসবের কাছে থাকবেন না।বাচ্চাদের সামলে রাখুন।প্রবল ঝড় থেকে বাঁচার জন্য স্কুলবাড়িতে আশ্রয় নিন। ভালো থাকুন। বিপন্ন মানুষ কে সাহায্য করুন। CONTROL ROOM NO- 7001577383 / 03222222300 /9434012735 /03222275428 pic.twitter.com/Ynxg3jE87L— Dev (@idevadhikari) May 3, 2019
No comments