Breaking News

জানুন টলিউডের 'নন্দিনী', অভিনেত্রী রূপসাকে ! - FILMY NETWORK


     লিপাড়ার নতুন সেনসেশন এখন তিনি। টালিগঞ্জের অলিতে গলিতে কান পাতলেই যেন শোনা যাচ্ছে তার নাম। তিনি রূপসা মুখোপাধ্যায়। 'কে তুমি নন্দিনী' ছবি দিয়ে যিনি পা রাখলেন বড়পর্দায়। ছবিতে তার চরিত্রের নাম নন্দিনী।

     হাওড়ার আন্দুলের মেয়ে রূপসার এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছে থাকলেও, তার মায়ের ইচ্ছে ছিল মেয়ে অভিনেত্রী হোক। সাফল্যের সঙ্গে অনেক কাজ করেছেন ছোটপর্দায়। ছোটপর্দা থেকে হঠাৎ বড়পর্দায় আসা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, '২০১৩ সালে 'ভালোবাসা ভালোবাসা' ধারাবাহিক করি। বেশ কয়েকটা কাজ করার পর রুদ্রনীলদার (ঘোষ) অফিস থেকে অডিশন দেওয়ার ডাক পাই। তারপর 'কে তুমি নন্দিনী'র জন্য নির্বাচিত হই।' 

     'কে তুমি নন্দিনী' ছবিতে রূপসার বিপরীতে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বনির সঙ্গে বেশ  বন্ধুত্ব হয়ে গেলেও, অভিনেতা দেব তার স্বপ্নের এক নায়ক। যার সাথে ভবিষ্যতে ছবি করতে চান অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়।

No comments