Breaking News

বাজে মেয়ে হতে চান অলিভিয়া ! - FILMY NETWORK


     টেলিপর্দায় অভিনেত্রী অলিভিয়া সরকার মানেই সর্বদা ঝকঝকে গ্ল্যামারাস লুক কিন্তু নেগেটিভ চরিত্র। জনপ্রিয় এই অভিনেত্রীকে বিভিন্ন ধারাবাহিকে বরাবরই দেখা যায় খারাপ চরিত্রে অভিনয় করতে। 'সীমারেখা' ধারাবাহিকের টিয়া চরিত্র, 'জয়ী' ধারাবাহিক কিংবা সাম্প্রতিক মালিনী চরিত্রের ট্র্য়কটি - সর্বত্রই তার জ্বালাময়ী খলচরিত্র লক্ষ্যণীয়।

Actress Alivia Sarkar
     স্পষ্টবক্তা অভিনেত্রী অলিভিয়া এই সম্পর্কে জানিয়েছেন, '' আমার ভালই লাগে বাজে মেয়ের চরিত্রে অভিনয় করতে। ভালো মেয়ে তো সবাই হয়। বাজে মেয়ে বা নেগেটিভ চরিত্র করতেই আমি বেশি মজা পাই।" নেগেটিভ চরিত্রগুলির মধ্যে অনেক বেশি শেডস্ থাকে। অভিনয়ের সুযোগও থাকে অনেকটা। অভিনেত্রী অলিভিয়া সরকার তাই বেশ খুশি এই চরিত্রগুলোতে অভিনয় করে।

No comments