হয়ে গেল 'রং নাম্বার' ছবির মিউজিক লঞ্চ - Filmy Network
স্বস্তিকা ফিল্ম প্রোডাকশন প্রযোজিত পন্ডিত শুভেন্দু পরিচালিত ছবি 'রং নাম্বার' মুক্তি পেতে চলেছে আগামী ২৬ শে এপ্রিল। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে অভিনয় করছেন সায়নী ঘোষ, সৌরভ দাস, সমদর্শী দত্ত, দুর্গা সাঁতরা, বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কল প্রমুখ অভিনেতা-অভিনেত্রী।
শহরের হার্ড রক ক্যাফেতে হয়ে গেল 'রং নাম্বার' ছবিটির মিউজিক লঞ্চ। ছবিটির সকল শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন এই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে।
রাহুল মজুমদার ছবির সংগীত পরিচালনা করছেন। সঙ্গীত পরিচালক হিসেবে এটি তার প্রথম কাজ। তিনি বলেছেন যে, "গৌতম চট্টোপাধ্যায় ও ও রূপম ইসলামের গান শুনে বড় হয়েছেন। তাই নিজের প্রথম ছবিতে রুপম ইসলামকে দিয়ে গান গাওয়াতে পেরে ছোটবেলার একটি শখ পূরণ করতে পেরেছেন।"
গানগুলি লিখেছেন সৌরভ মালাকার। গান গেয়েছেন রুপম ইসলাম, রাজ বর্মন, তিমির বিশ্বাস, সঞ্চিতা রায় এবং সঙ্গীত পরিচালক রাহুল মজুমদার নিজে।
No comments