Breaking News

'মিসম্যাচ' করছেন অভিনেত্রী রিয়া সেন - FILMY NETWORK


    ভিনেত্রী রিয়া সেন দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন বাংলা অভিনয়ে। তবে কোনো চলচ্চিত্র নয়, এই প্রথমবার তাকে দেখা যাবে জনপ্রিয় বাংলা ওয়েব প্লাটফর্ম 'হইচই'-এর একটি সফল বাংলা ওয়েব সিরিজে। নাম "মিসম্যাচ"। 'মিসম্যাচ' ওয়েব সিরিজ সাফল্য পাওয়ায় পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় নিয়ে আসছেন 'মিসম্যাচ ২'। আর মিসম্যাচ-এর এই সেকেন্ড সিজনে থাকছেন অভিনেত্রী রিয়া সেন। মিসম্যাচ ২ নিয়ে রিয়া যতটা উত্তেজিত ততটাই খুশি। এই সিজনের কাহিনী যদিও নতুন তবে আগের সিজনের অভিনেতা রাজদীপ গুপ্ত, মৈনাক বন্দোপাধ্যায় ও অভিনেত্রী রাচেল হোয়াইট এবারও থাকছেন মূল চরিত্রাভিনয়ে।

MIS MATCH 2 Team : Rajdeep, Riya, Rachel & Mainak
      ইতিমধ্যে শুরু হয়ে গেছে 'মিসম্যাচ ২'-এর শুটিং। জানা গেছে এই সিজন্ নাকি আরো মজাদার হতে চলেছে।

No comments