'ভূত চতুর্দশী'র পোস্টার এল প্রকাশ্যে - FILMY NETWORK
'ভূত চতুর্দশী' নামটা শুনলেই মনে কেমন যেন একটা ভয়ের সঞ্চার হয়। পরিচালক সাব্বির মালিক হাজির সেই ভয়কে এবার আরও বাড়াতে। কারণ তার প্রথম ছবি 'ভূত চতুর্দশী'র পোস্টার সদ্য প্রকাশ্যে এসেছে।
ডকুমেন্টারির উদ্দেশ্যে চার বন্ধু প্রত্যন্ত গ্রামে উপস্থিত হয়। সেই গ্রামের পরিত্যক্ত এক বাড়িতে যায় তারা। সেখানেই অদ্ভুত সব ভুতুড়ে কাণ্ডকারখানার সম্মুখীন হয় চার বন্ধু। এভাবেই ছবি এগিয়ে চলে।
Poster : Bhoot Chaturdoshi |
এনা সাহা ও আরিয়ান ভৌমিক -এর সাথে সৌমেন্দ্র ভট্টাচার্য এবং দীপশ্বেতা মিত্র -কে দেখা যাবে চার বন্ধুর চরিত্রে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির সদ্য প্রকাশিত পোস্টারে এরা চারজনই রয়েছেন। পোস্টারটি দর্শকমহলে বেশ উৎসাহের সৃষ্টি করেছে ছবিটি সম্পর্কে। আগামী ১৭ মে 'ভূত চতুর্দশী'র শুভমুক্তি।
No comments