হবু রাজা শাশ্বতের রানী অর্পিতা !
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিটির ফার্স্ট লুক। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় থাকছেন রাজা হবু চন্দ্রের চরিত্রে এবং তার বিপরীতে থাকছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। অর্পিতাকে রানি কুসুমকলি চরিত্রে দেখা যাবে। দীর্ঘ কুড়ি বছর পর অর্পিতা স্ক্রিন শেয়ার করছেন শাশ্বতের সঙ্গে। পরিচালক প্রভাত রায়ের ছবি 'তুমি এলে তাই'-এ একসঙ্গে দেখা গিয়েছিল অর্পিতা ও শাশ্বত চট্টোপাধ্যায়কে।
ছবির চিত্রনাট্য ও কনসেপ্ট অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের বেশ ভালো লাগায় তিনি এই ছবিটি করছেন। এছাড়াও জানা গেছে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়-এর মত অভিনেতারা ছবিটিতে থাকায় তিনি এই ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।
'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবির শুটিং-এ অর্পিতা |
'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার' প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবির শুটিং চলছে এবং ছবিটি সম্ভবত এবছর বড়দিনে মুক্তি পাবে।
No comments