Breaking News

প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী - FILMY NETWORK

Ramen Roy Chowdhury


     বাংলা সিনেমা জগতে ফের শোকের ছায়া । চলে গেলেন বিশিষ্ট অভিনেতা রমেন রায়চৌধুরী । মৃত্যু কালে তাঁর‌ বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গল বার  নিজ ভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীন অভিনেতা । তিনি দীর্ঘ দিনধরে  ক্যানসার ও কিডনির সমস্যায় ভুগছিলেন ।
     জানা যায় গত কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি কারা হয় তাঁকে । তার পর তিনি একটু ঠিক হতেই ডাক্তারের পরামর্শ মত তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয় । কিন্তু তিনি আর লড়াই চালাতে পারলেন না অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন তিনি ।
      তিনি অনেক সিনেমা এবং  ছোটো পর্দায় কাজ করেছেন । এছাড়াও তিনি অনেক বিশিষ্ট অভিনেতা ও পরিচালকের সাথে কাজ করেছেন ।   

No comments