Breaking News

হোলির দিন কোন কাজ রাখি না : ইশা


     ভিনেত্রী ইশা সাহা এই মুহূর্তে ভীষণই ব্যস্ত। এই ব্যস্ততা তার আসন্ন ছবি 'সোয়েটার'কে ঘিরে। হোলি প্রসঙ্গে হোলি প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, কাজে ব্যস্ত থাকলেও শুধুমাত্র এই হোলির দিনে তিনি কোন কাজ রাখেন না। ছবি প্রচারের কারণে যদিও এবছর তিনি হোলি খেলছেন না। তবে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার পরিকল্পনা রয়েছে। খেতে ভালোবাসেন ইশা। আর তাই আড্ডার সঙ্গে অনেক খাওয়া-দাওয়ার ইচ্ছা রয়েছে তার। ইশা সাহার মতে, 'কোন উৎসবই খাবার ছাড়া সম্পূর্ণ নয়।'

No comments