প্রয়াত বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায় - Filmy Network
শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। চলে গেলেন প্রখ্যাত অভিনেতা চিন্ময় রায়। বর্ষীয়ান এই অভিনেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার রাত দশটা পনেরো মিনিটে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
গত বছর বাড়ির ছাদ থেকে অজ্ঞাত কারণবশত পড়ে যান। তিনি এতে গুরুতর আহত হয়েছিলেন। তারপর থেকেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।
চিন্ময় রায় তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রে আসেন ছয়ের দশকের শেষে। 'টেনিদা' চরিত্রে অভিনয় করে দর্শকের বাহবা কুড়িয়েছেন কিংবদন্তি এই অভিনেতা। 'চারমূর্তি', 'বসন্ত বিলাপ', 'গল্প হলেও সত্যি', 'মৌচাক' -এর মত বিভিন্ন বিখ্যাত ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কৌতুকাভিনয়-এর জন্য চিন্ময় রায় বাংলা চলচ্চিত্র জগতে চিরস্মরণীয় হয়ে রইবেন।
No comments