Breaking News

এবার পুজোয় নাচবেন গায়ক অনুপম রায়


     মা দুর্গা আসছেন। আর দুর্গা পুজো মানেই নতুন নতুন গানের অ্যালবামের মুক্তি। গান পাগল বাঙালির অন্যতম পছন্দের শিল্পী অনুপম রায় এবার পুজোয় নিয়ে আসছেন তার নতুন গান 'মিথ্যে কথা' এবং এটি একটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে চলেছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্। মিউজিক ভিডিওতে থাকছেন 'ফিদা' সিনেমা খ্যাত নবাগতা অভিনেত্রী সঞ্জনা ব্যানার্জি এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য।
John , Sanjana & Anupam Ray
তবে মিউজিক ভিডিওটির চমক থাকছে অন্য জায়গায়। গায়ক অনুপম রায়কে এই মিউজিক ভিডিওটিতে দেখা যাবে কোমর দোলাতে। 'মিথ্যে কথা'র ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ৪ঠা অক্টোবর সম্পূর্ণ মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।

First Look : MITHYE KOTHA
 

No comments