পুজো মাতাতে এল ভিলেন সিনেমার 'সুন্দরী কমলা' ,দেখুন ভিডিও
নাচ, গান আর অল্প অল্প প্রেম ছাড়া কি বাঙালির দুর্গাপূজা জমে? আর ''হালকা হালকা ধনুচির ধোঁয়ায় তোমায় বাতাসে প্রেমের গন্ধ'' নিয়ে হাজির 'ভিলেন'। দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে মিমি-অঙ্কুশ-ঋত্বিকা অভিনীত 'ভিলেন' ছবিটি। আজই মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান "সুন্দরী কমলা" । পুরোপুরি পুজোর গান বলা চলে এটিকে। গানটির থিম দূর্গাপুজা।
Mimi Chakraborty & Ankush Hazra |
অঙ্কুশ-মিমির দুরন্ত রসায়ন, সাথে ছৌ-নাচ গানটিকে এক অন্য মাত্রা এনে দিয়েছে।
"সুন্দরী কমলা" গানটি লিখেছেন সঞ্জীব তিওয়ারি এবং সুর দিয়েছেন শুভদীপ মিত্র। গানটি গেয়েছেন অন্তরা মিত্র এবং আরমান মালিক।
আসুন দেরি না করে এখনি দেখে নিই গানটি ➖
No comments