Breaking News

মুক্তি পেল 'বাঘ বন্দি খেলা' সিনেমার টিজার - দেখুন

     টলিউডে সব থেকে হিট সিনেমার টিজার মুক্তি পেল । হিট সিনেমা বলার কারন হল জিৎ প্রসেনজিৎ  -কে একসাথে দেখা যাবে । সুরিন্দর ফিল্মস্ এবং জলসা মুভিজের প্রযোজনায় আসতে চলেছে 'বাঘ বন্দি খেলা' সিনেমাটি ।

Poster: Bagh Bandi Khela
      এই ছবিতে টলিউডে প্রথম সারির তিন অভিনেতা জিৎ , প্রসেনজিৎ ও সোহম রয়েছেন । এই তিনজনকে নিয়ে তিনটে গল্প দেখা যাবে । এছাড়াও একদিকে জিৎ ও সায়ন্তিকা হিট জুটিকে দেখা যাবে, তেমনি অন্যদিকে সোহম ও শ্রাবন্তির প্রেমও দেখা যাবে । ছবিতে জিৎ একজন গোপন পুলিশ, আবার সোহম একজন সাংবাদিক, অন্যদিকে প্রসেনজিৎ একজন উকিল - এই ভাবেই দেখতে পাওয়া যাবে । 
     
     এই প্রথম কোনো  ছবিতে তিনজন পরিচালক একসাথে কাজ করেছেন । জীৎ - সায়ন্তিকা জুটির পরিচালনা করবেন রাজা চন্দ । অন্যদিকে সূজিত মন্ডলের পরিচালনায় দেখা যাবে সোহম-শ্রাবন্তি জুটিকে এবং হরনাথ চক্রবতী'র পরিচালনায় দেখা যাবে প্রসেনজিৎ ও ঋত্বিকা-কে । তিনজন পরিচালকের পরিচালনায় এই নভেম্বর আপনাদের কাছের প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'বাঘ বন্দি খেলা' সিনেমাটি ।

দেরি না করে এখনই দেখুন ছবির টিজারটি -


No comments