Breaking News

অভিনেত্রী কৌশানি মুখার্জি জুটি বাঁধছেন জিতের সাথে - FILMY NETWORK


     জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জির সময়টা বেশ ভালই যাচ্ছে। পুজোয় মুক্তি পেয়েছে 'হইচই আনলিমিটেড'। এই ছবিতেই সুপারস্টার দেব-এর সাথে প্রথমবার জুটি বেঁধেছেন কৌশানি। হইচইয়ের রেশ কাটতে না কাটতেই এই নভেম্বরে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'গার্লফ্রেন্ড'। রোমান্টিক ঘরনার ছবিটিতে কৌশানির বিপরীতে থাকছে তার বয়ফ্রেন্ড অভিনেতা বনি সেনগুপ্ত। এখানেই শেষ নয়। সুপারস্টার দেব-এর পর এই মিষ্টি টলি অভিনেত্রীকে এবার দেখা যাবে বাংলার অপর সুপারস্টার জিতের বিপরীতে। তরুণ পরিচালক পাভেল-এর পরবর্তী ছবিতে দেখা যাবে জিৎ-কৌশানি জুটিকে। আপাতত ছবির নাম ঠিক হয়েছে 'বাচ্চা শ্বশুর'।

Actress Koushani Mukherjee
     দুর্গাপুজোর সময় 'বাচ্চা শ্বশুর' ছবির কিছু সিক্যুয়েন্সের শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। ছবির বাকি শুটিং ২৯ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে। কৌশানি ভীষণ উত্তেজিত ছবিটি নিয়ে।

No comments