সারাদেশ জুড়ে ১২ই অক্টোবর মুক্তি পেয়েছে পরিচালক অরিন্দম শীলের 'ব্যোমকেশ গোত্র' সিনেমাটি। কলকাতা সাউথ সিটির আইনক্সে সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল। আর গতকাল 'ব্যোমকেশ গোত্র'-র সেই প্রিমিয়ার কাটলো বেশ সাড়ম্বরেই। টলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। পরিচালক অরিন্দম শীল সহ ছবির সকল কলাকুশলী যথা- আবির চক্রবর্তী, সোহিনী সরকার, রাহুল ব্যানার্জি, অর্জুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অঞ্জন দত্ত, সৌরাসেনী মিত্র, বিবৃতি চাটার্জী উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী উজ্জয়নী মুখার্জী এবং সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। এছাড়াও সব্যসাচী চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, দর্শনা বণিক সহ আরো অনেকে এসেছিলেন এই প্রিমিয়ারে।
দেখে নিন 'ব্যোমকেশ গোত্র' প্রিমিয়ারের কিছু ঝলক -
|
01/11 : Sohini Sarkar |
|
02/11 : Sohinki Sarkar & Abir Chatterjee |
|
03/11 : Priyanka Sarkar |
|
04/11 : Sauraseni Maitra |
|
05/11 : Sohini Sarkar |
|
06/11 : Bibriti Chatterjee |
|
07/11 : Priyanka Sarkar |
|
08/11 : Abir Chatterjee & Rahul Banerjee |
|
09/11 : Darshana Banik |
|
10/11 : Ridhima Ghosh |
|
11/11 : Bickram Ghosh, Arindam Sil & Sugato Guha |
No comments