Breaking News

সাড়ম্বরে আয়োজিত হল 'ব্যোমকেশ গোত্র' ছবির প্রিমিয়ার... রইল এক্সক্লুসিভ ছবি

     

     সারাদেশ জুড়ে ১২ই অক্টোবর মুক্তি পেয়েছে পরিচালক অরিন্দম শীলের 'ব্যোমকেশ গোত্র' সিনেমাটি। কলকাতা সাউথ সিটির আইনক্সে সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল। আর গতকাল 'ব্যোমকেশ গোত্র'-র সেই প্রিমিয়ার কাটলো বেশ সাড়ম্বরেই। টলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। পরিচালক অরিন্দম শীল সহ ছবির সকল কলাকুশলী যথা- আবির চক্রবর্তী, সোহিনী সরকার, রাহুল ব্যানার্জি, অর্জুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অঞ্জন দত্ত, সৌরাসেনী মিত্র, বিবৃতি চাটার্জী উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী উজ্জয়নী মুখার্জী এবং সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। এছাড়াও সব্যসাচী চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, দর্শনা বণিক সহ আরো অনেকে এসেছিলেন এই প্রিমিয়ারে।


      দেখে নিন 'ব্যোমকেশ গোত্র' প্রিমিয়ারের কিছু ঝলক -
01/11 : Sohini Sarkar
02/11 : Sohinki Sarkar & Abir Chatterjee
03/11 : Priyanka Sarkar
04/11 : Sauraseni Maitra
05/11 : Sohini Sarkar
06/11 : Bibriti Chatterjee
07/11 : Priyanka Sarkar
08/11 : Abir Chatterjee & Rahul Banerjee
09/11 : Darshana Banik
10/11 : Ridhima Ghosh
11/11 : Bickram Ghosh, Arindam Sil & Sugato Guha

No comments