দুর্গাপুজো মানেই খাওয়া-দাওয়া, ঠাকুর দেখার সাথে নতুন জামা-কাপড়। আর সকলের চাহিদার কথা মাথায় রেখে ফেমিনার সহায়তায় রিলাইন্স ফ্যাশন উৎসবের আয়োজন করেছিল রিলায়েন্স ট্রেন্ডস। শাড়ি কিংবা কুর্তা কিংবা ট্র্যাডিশনাল বাহারি পোশাক একই ছাদের তলায় পাবেন গ্রাহকেরা। হাওড়ার অবনী মলে এক ফ্যাশন শো'র মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই নতুন পুজো কালেকশনের। রিলায়েন্স ট্রেন্ডস ফ্যাশন উৎসবের মঞ্চে ইথনিক রাউন্ডে শো স্টপার হিসাবে টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী অংশগ্রহণ করেন এবং এই পুজো কালেকশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেখে নিন তার কিছু ছবি :
 |
01/04 |
 |
02/04 |
 |
03/04 |
 |
04/04 |
No comments