দেখুন 'নাকাব' সিনেমার 'তখন বাজে বারোটা' গান
নুসরাতের জন্য বারোটা বাজলো শাকিব খানের। শুক্রবার মুক্তি পেয়েছে 'নাকাব' সিনেমার নতুন গান 'তখন বাজে বারোটা '। যাতে শাকিব খান সুরে সুরে বলছেন, 'মুড ধরে সেলফিস/কেন হাতছানি তুই দিস/ছুঁতে গেলেই ছ্যাঁকা/তখন বাজে বারোটা, আমার বাজে বারোটা’। দুরন্ত ফুর্তিপূর্ণ এই গানটি গেয়েছেন নাকাশ আজিজ, গোপিকা গোস্বামী, তানিশ এবং দেব সেন। গানে কথা দিয়েছেন প্রসেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেব সেন।
দেখুন গানটি :
No comments