অভিনেত্রী সায়ন্তিকার উপর হামলার অভিযোগে গ্রেফতার জয় মুখোপাধ্যায়ের জামিন
টলিউডের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হন তারই প্রাক্তন প্রেমিক অভিনেতা জয় মুখোপাধ্যায়। শনিবার সকালে অভিযুক্ত অভিনেতাকে গ্রেপ্তার করে টালীগঞ্জ থানার পুলিশ।
জানা যায় যে, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী শুক্রবার রাতে জিম থেকে বাড়ি ফিরছিলেন। সার্দান এভিনিউ ক্রসিংয়ের কাছে সায়ন্তিকার গাড়ি থামান অভিনেতা জয়। তারপর অভিনেত্রীর গাড়ির কাছে এসে তার উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকেন এবং গাড়িও ভাঙচুর করেন। বেগতিক দেখে সায়ন্তিকার ম্যানেজার জয়কে আটকাতে আসেন। জয় অভিনেত্রীর ম্যানেজার অমিত দে -কেও মারধর করেন।
উল্লেখ্য জয় মুখোপাধ্যায় এবং সায়ন্তিকা ব্যানার্জি দীর্ঘ আট বছর সম্পর্কে ছিলেন। টার্গেট , হ্যাংওভার, শুটার, মনে পড়ে আজও সেই দিন - ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই জুটি । সম্প্রতি তাদের সম্পর্কে ছেদ পরে।
অভিনেত্রী সায়ন্তিকার অভিযোগের ভিত্তিতে পুলিশের জয় মুখার্জির বিরুদ্ধে আইসি ৩২৩, ২৭৯, ৫০৬, ৫০৭, ৪০৯, ৪২৭ ও ৩৪১ ধারায় মামলা রুজু করে এবং আজ আলিপুর আদালতে তোলা হয় অভিযুক্ত অভিনেতাকে। পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেতা জয় মুখোপাধ্যায়কে বিচারক জামিন দেন।
No comments