Breaking News

মুক্তি পেল বিদায় ব্যোমকেশ-এর ট্রেলার, দর্শকদের জন্য থাকছে চমক  

    এতদিন পর্দায় আমরা যুবক ব্যোমকেশ বক্সীকে দেখেই অভ্যস্ত। তবে এবার আমরা দেখব ৮০ বছরের বৃদ্ধ সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে। সৌজন্যে পরিচালক দেবালয় ভট্টাচার্যে -র ছবি 'বিদায় ব্যোমকেশ'।       
    ১৯৩২ সালে জন্মগ্রহণ করা সত্যান্বেষী আজ প্রকৃতির নিয়মে জীবনের শেষ প্রান্তে উপস্থিত। থানা থেকে খবর আসে ব্যোমকেশ বক্সীর ছেলে খুন করেছেন এবং থানায় এসে খুনের দায় স্বীকার করেছেন। ছেলের জীবন এবং সত্যান্বেষণ এই দুইয়ের মাঝে নাজেহাল বৃদ্ধ সত্যান্বেষী। তিনি কিছুটা দিশেহারাও। কি করবেন তিনি? তিনি কি পারবেন সত্য অন্বেষণ করতে? - এই নিয়েই ছবি।
     ছবিতে স্বয়ং ব্যোমকেশ এবং নাতি সত্যাকির চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে । এছাড়াও সোহিনী সরকার, জয় সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, রাহুল ব্যানার্জি থাকছেন এই ছবিতে। এসভিএফ  প্রযোজিত 'বিদায় ব্যোমকেশ' ছবিটি আগামী ২০ জুলাই মুক্তি পাবে।


দেখুন ছবির ট্রেলারঃ


No comments