আরমান গাইলেন 'পিয়া রে' ছবির নতুন গান 'তোর নেশাতে'
সোহম-শ্রাবন্তী জুটি বড় পর্দায় ফিরছেন 'পিয়া রে' ছবি নিয়ে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এবং পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি যে রোমান্স ভরপুর তা এই ছবির গান 'তোর নেশাতে' দেখলেই বোঝা যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে 'পিয়া রে' সিনেমার রোমান্টিক ভালোবাসার গানটি। 'তোর নেশাতে' গানটি গেয়েছেন আরমান মালিক ।গানটির গীতিকার দিপাংশু আচারিয়া এবং সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। মানুষ প্রেমে পড়লে সর্বদাই একটা ঘোরের মধ্যে থাকে। সবসময় নিজের প্রিয় মানুষটির কথা মনে পড়ে এবং প্রিয় মানুষটিকে দেখতে পায়। প্রেমের মিষ্টি অনুভূতি গুলোকে সুন্দর ভাবে দেখানো হয়েছে এই গানটিতে।
দেরি না করে গানটি দেখুন ঃ
দেরি না করে গানটি দেখুন ঃ
No comments