পরম-কোয়েল জুটি ফিরছে 'যকের ধন'-এর সিক্যুয়েল নিয়ে
পরিচালক সায়ন্তন ঘোষাল তার প্রথম ছবি 'যকের ধন' এর সিকুয়েলের কাজ শুরু করলেন। যকের ধন-এর মুখ্য দুই চরিত্রকে নিয়েই এবারের নতুন কাহিনীকে সাজিয়েছেন পরিচালক। ছবির নাম 'সাগরদ্বীপের যকের ধন'। আগেরবারের মতই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ই থাকছেন বিমলের চরিত্রে। কিন্তু এবার কুমারের চরিত্রটি করছেন গৌরব চক্রবর্তী। যকের ধন ছবিতে এই চরিত্রটি রাহুল বন্দোপাধ্যায় করেছিলেন। ছবিতে বিমলের সঙ্গী রুপে কোয়েল মল্লিক-কে দেখা যাবে। এক ডাক্তারের চরিত্রে। এই প্রসঙ্গে কোয়েল বলেছেন, "এই ধরনের ছবিতে প্রথমবার কাজ করব। এখানে আমার চরিত্রের নাম রুবি চ্যাটার্জী। সে ডাক্তার। একবারেই অ্যডভেঞ্চারাস নয়, ঘটনাক্রমে তার মধ্যে ঢুকে পড়ে।"
পরমব্রত, কোয়েল এবং গৌরব |
জানা গেছে, ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে। দুর্গম সব লোকেশনে। যেখানে আগে কোন বাংলা ছবির শুটিং হয়নি। পরিচালক সায়ন্তন ঘোষাল এর কথায়, “জলের তলায় আইল্যান্ডে শ্যুটিং হবে। ওয়াটারফলে কিছু স্টান্ট দৃশ্যের পরিকল্পনায় রয়েছেন। আন্ডারওয়াটার শিপরেকে শ্যুটিং হবে। জঙ্গল-পাহাড় মিলিয়ে এমন কিছু জায়গায় শ্যুটিংয়ের প্ল্যান রয়েছে যা আগে কখনও দেখেনি বাঙালি দর্শক। এ ছবি ভিএফএক্সের ওপর অনেকটাই নির্ভর করবে।” ছবিতে প্রচুর স্টান্ট অ্যাকশনও থাকছে। পরমব্রতকে বক্সিং করতে দেখা যাবে এই ছবিতে, বলেছেন পরিচালক। নিসপাল সিং প্রযোজিত এই ছবিটির শুটিং কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পেতে পারে।
No comments