Breaking News

মুক্তি পেল নুসরাত ফারিয়ার 'পটাকা'... দেখুন ভিডিও


     প্রথমে ফার্স্ট লুক, পরে টিজার প্রকাশ। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেলো এপার-ওপার, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম মিউজিক ভিডিও ‘পটাকা’। রাকিব রাহুলের কথায় এবং প্রীতম হাসানের সুর-সংগীতে তৈরি আলোচিত এই গানটির ভিডিও নির্মাণ করেছেন  পরিচালক বাবা যাদব। এসভিএফ-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত  ফারিয়ার মধুর কণ্ঠ ও লাস্যময়ীরুপে তার চোখ ধাঁধানো নাচে সাজানো ‘পটাকা’ বাড়াচ্ছে উষ্ণতার পারদ এবং   মন কাড়ছে দর্শকদের।

দেখুন 'পটাকা' গান ঃ




No comments