Breaking News

আদিল - পাওলি আসছে 'মাটি' নিয়ে...


     ছবির নাম 'মাটি'। ছবিটির প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। বাংলাদেশের একমেয়ের গল্প থাকছে এই ছবিতে। বর্তমান প্রজন্ম কি এখনো বহন করছে দেশভাগ ও সাম্প্রদায়িকতার কষ্ট যন্ত্রনা? - এই নিয়েই মূলত ছবির গল্প আবর্তিত হয়। 'মাটি' ছবিটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দোপাধ্যায়। ছবি প্রসঙ্গে পরিচালক লিনা গঙ্গোপাধ্যায় বলেছেন, ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কে ফেরার রাস্তা খোঁজার গল্পই এ ছবির নায়ক। 'মাটি' ছবির মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী পাওলি দাম এবং বিখ্যাত অভিনেতা আদিল হুসেন। বাংলা ছবির জন্য প্রথমবার জুটি বাঁধছেন পাওলি-আদিল। ছবিতে পাওলিকে মেঘনা এবং আদিলকে জামিল -এর চরিত্রে দেখা যাবে। এছাড়াও অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, মনামী ঘোষ -কেও দেখা যাবে এই ছবিতে।ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস্ প্রাঃ লিঃ প্রযোজিত 'মাটি' ছবির চিত্রগ্রহণ করেছেন শীর্ষ রায় এবং সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার।সব ঠিক থাকলে 'মাটি' ছবিটি মে মাসে মুক্তি পাবে।  

'MAATI'

No comments