Breaking News

ফারিয়ার 'পটাকা' টিজার বাড়াচ্ছে উত্তেজনার পারদ




     বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া নিয়ে আসছেন তার প্রথম মিউজিক ভিডিও 'পটাকা'। 'পটাকা' গানটিতে কন্ঠ দিয়েছেন স্বয়ং ফারিয়া। তবে শুধু কণ্ঠই নয়, মিউজিক ভিডিওটিতে লাস্যময়ী ফারিয়াকেও দেখতে পাবেন দর্শকরা। প্রীতম হাসানের সুরে এবং রাকিব রাহুলের কথায় তৈরি এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন পরিচালক-কোরিওগ্রাফার বাবা যাদব
     ইতিমধ্যেই 'পটাকা'-র ফার্স্ট লুক এবং টিজার প্রকাশিত হয়েছে। আর অপেক্ষা শুধুমাত্র কিছু ঘন্টার। আগামীকাল এসভিএফ - এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে পুরো 'পটাকা' গানটি।   

দেখুন গানটির ঝলক :

No comments