Breaking News

টলিউডে শোকের ছায়া প্রয়াত রীতা কয়রাল


বাংলা সিরিয়াল জগৎ এর জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আমাদের মধ্যে আর নেই । গত মাস কয়েক ধরে তিনি লিভারের ক্যানসারে ভুগছিলেন । আজ সকালে তিনি অসুস্থ হয়ে পরেন এবং পরলোকে গমন করেন । তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর ।
 তিনি সিরিয়াল , সিনেমা ও নাটকে অনেক সুন্দর অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছেন । তিনি মূলত নেগেটিভ রোলে অভিনয় করতেন । তাঁর অভিনীত সিনেমা গুলো হল ‘আশ্রয়’(২০০০), ‘ইতি মৃণালিনী’(২০১১), ‘বর আসবে এখুনি’(২০০৮), ইত্যাদি । বর্তমানে তিনি সিরিয়াল ‘রাখী বন্ধন' -এ একটি গুরুত্বপূণ রোলে অভিনয় করছিলেন । আজ তিনি আর আমাদের মধ্যে নেই । তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি ।

No comments