গাঁটছড়া বাঁধলেন গৌরব-ঋদ্ধিমা
বন্ধুত্ব থেকে সম্পর্ক শুরু; তারপর প্রেম এবং অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন টলিপাড়ার মিষ্টি যুগল গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ।
লাল বেনারসি এবং সোনার গহনায় ট্র্যাডিশনাল বাঙালি বধূর সাজে সেজেছিলেন ঋদ্ধিমা। গৌরবও টোপর, সাদা ধুতি পড়ে খাটি বাঙালি মতে মালাবদল এবং সিঁদুর দান করেন। বিয়েতে উভয় পরিবারের অভিভাবকসহ উপস্থিত ছিলেন গৌরব ও ঋদ্ধিমার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
মঙ্গলবার শুভ বিবাহ সম্পন্ন হয়। তারপর নবদম্পতি বলেন, '' নতুন জীবন শুরু করতে চলেছি। আমাদের আশীর্বাদ করবেন যেন আজীবন সুখে শান্তিতে কাটাতে পারি। ''
লাল বেনারসি এবং সোনার গহনায় ট্র্যাডিশনাল বাঙালি বধূর সাজে সেজেছিলেন ঋদ্ধিমা। গৌরবও টোপর, সাদা ধুতি পড়ে খাটি বাঙালি মতে মালাবদল এবং সিঁদুর দান করেন। বিয়েতে উভয় পরিবারের অভিভাবকসহ উপস্থিত ছিলেন গৌরব ও ঋদ্ধিমার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
মঙ্গলবার শুভ বিবাহ সম্পন্ন হয়। তারপর নবদম্পতি বলেন, '' নতুন জীবন শুরু করতে চলেছি। আমাদের আশীর্বাদ করবেন যেন আজীবন সুখে শান্তিতে কাটাতে পারি। ''
No comments