Breaking News

"ভূতের সন্ধান চলতে থাকুক"-বিরসা দাশগুপ্ত

দুর্গা পুজোর আগেই আসতে চলেছে বিরসা দাশগুপ্ত-র পরিচালনায় "সব ভূতরে" । এটি একটি রোমাঞ্চকর,ভূতুরে সিনেমা, তবে দর্শকদের ভয়ও লাগতে পারে। ছবিতে কিছু খুদে ভূতেদের সঙ্গে আলাপ হবে দর্শকদের ।মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আবির চ্যার্টাজি ও সোহিনি সরকার। আজকে বিরসা দাশগুপ্ত যে কথা গুলো টুইট করলেন দেখা যাক।


                       Birha's 15th August Speech   

 "না, এই বছর আর পুজোয় নয়,তবেপুজোর তিন সপ্তাহ আগে, ৮ই সেপ্টেম্বর, আমরা আসছি আমাদের পরের ছবি "সব ভূতুড়ে" নিয়ে। পরীক্ষা আছে জানি। শপিং ও করতে হবে। পুজোর ছুটির আগে সবার বেজায় কাজের চাপও থাকবে। তাও, যদি সুযোগ হয়, একটু সময় বের করে, বাড়ির সবাইকে নিয়ে "সব ভূতুরে" দেখে আসবেন। ছোটো থেকে বড়ো, সবার জন্য এই ছবি। যাকে বলে, এক্কেবারে বাঙালি ভূতের গল্প। যাকে বলে মৌলিক, নির্ভেজাল, রোমাঞ্চকর। এই ছবিতে আপমাদের দেখা হবে খুদে ভূতেদের সাথে। কথা দিচ্ছি, মজা পাবেন আবার ভয়ও। মনে রাখবেন, ৮ই সেপ্টেম্বর থাকে আপনার কাছের প্রেক্ষাগৃহে। "সব ভূতুরে" ।


"সব ভূতুরে" সিনেমার ট্রেলার কাল লঞ্জ হবে এবং সিনেমাহলে আসছে ৮ই সেপ্টেম্বর । দেখা যাক দর্শকের কতটা ভালোলাগে।