প্রতি বছরের মতো এ বছর দুর্গা পুজোয় আবার আসতে চলেছে ‘ব্যোমকেশ' সিরিজের নতুন সিনেমা ‘
ব্যোমকেশ ও অগ্নিবাণ’। অঞ্জন দত্ত পরিচালিত শরদিন্দু বন্ধ্যোপাধ্যায়ের "
অগ্নিবান এবং উপসংহার" কাহীনি অবলম্বনে তৈরি।
সদ্য যীশু সেনগুপ্ত এই সিনেমার পোস্টার টুইটারে টুইট করেছেন। দেখা যাক দর্শকের কতটা পছন্দ হয় এই সিরিজটা।
No comments