Breaking News

পুজো মানেই ব্যোমকেশ

প্রতি বছরের মতো এ বছর দুর্গা পুজোয় আবার আসতে চলেছে  ‘ব্যোমকেশ' সিরিজের নতুন সিনেমা  ‘ব্যোমকেশ অগ্নিবাণ’। অঞ্জন দত্ত পরিচালিত শরদিন্দু বন্ধ্যোপাধ্যায়ের "অগ্নিবান এবং উপসংহার" কাহীনি অবলম্বনে তৈরি। সদ্য যীশু সেনগুপ্ত এই সিনেমার পোস্টার টুইটারে টুইট করেছেন। দেখা যাক দর্শকের কতটা পছন্দ হয় এই সিরিজটা।  

No comments